প্রচ্ছদ কর্পোরেট সংবাদ ময়মনসিংহে অগ্রণী ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা

ময়মনসিংহে অগ্রণী ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা

0

উজ্জীবিত অগ্রযাত্রা-২০২২ শিরোনামে অগ্রণী ব্যাংক লিমিটেডের ১০১ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে ময়মনসিংহ সার্কেলের উদ্যোগে মিট দ্য বরোয়ার ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর ২০২২ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। উক্ত অনুষ্ঠানে সাফ নারী চ্যাম্পিয়নশীপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের বৃহত্তর ময়মনসিংহের ৯ জন কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয়। ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক এ কে এম শামীম রেজার সভাপতিত্বে এসময় উপব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলামসহ সার্কেল ও অঞ্চলের ঊর্ধ্বতন নির্বাহী, ব্যবস্থাপকগণ, কর্মকর্তা-কর্মচারী, ব্যাংকের গ্রাহক, ঋণ গ্রহীতা ও নারী উদ্যোক্তগণ উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ব্যাংকের সেবার মান ও আমানত বৃদ্ধির পাশাপাশি পরিচালন মুনাফা অর্জনের লক্ষ্যে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সিএমএসএমই প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নসহ বিভিন্ন সূচকে অভাবনীয় সাফল্য অর্জন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভার শুরুতে অগ্রণী ব্যাংক ও ময়মনসিংহ সার্কেল এর ব্যবসায়িক ও সামাজিক কর্মকান্ড নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version