আজ বুধবার দেশের প্রধান পুঁজিবাজারে লেনদেনের প্রথম ঘণ্টায় সূচকের ঊর্ধ্বমুখী ধারায় চলছে লেনদেন। সকাল সাড়ে ১১টার সময় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫৮ কোটি ৫০ লাখ ৩২ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, উল্লেখিত সময়ে ৪৩ হাজার ৪৯ বারে ৩ কোটি ৭ লাখ ৯১ হাজার ২৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নিয়েছে ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯টির।
ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৮২ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩২ পয়েন্টে।