প্রচ্ছদ কর্পোরেট সংবাদ ২০২০ সালে সর্বোচ্চ পরিচালন মুনাফা সোনালী ব্যাংকের

২০২০ সালে সর্বোচ্চ পরিচালন মুনাফা সোনালী ব্যাংকের

0

বিগত বছরে দেশের ব্যাংকখাতের সর্বোচ্চ মুনাফা অর্জনকারী ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড। দেশের সর্ববৃহৎ রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকটি ২০২০ সালে ২১৭৫ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে যা ২০১৯ সালে ছিল ১৭১০ কোটি টাকা। মুনাফার এই প্রবৃদ্ধির হার ২৭.১৯%। সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধানকে এই অসমান্য অর্জনের জন্য ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ ফুল দিয়ে অভিনন্দন জানান। এছাড়া প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে তিনি এক সভায় ব্যাংকের নির্বাহীদের সাথে নিয়ে এই অর্জনের জন্য কেক কাটেন। সোনালী ব্যাংকের প্রত্যেকটি সূচকে উল্লেকযোগ্য এই অর্জনের জন্য তিনি আজ এক ভার্চয়াল সভায় ব্যাংকের মাঠ পর্যায়ের কমকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। এছাড়া উল্লেখ্য সোনালী ব্যাংকের বর্তমান আমানত ১,২৫,৩৫৬ কোটি টাকা যা গত ২০১৯ সালের তুলনায় ৯,৪৭৭ কোটি টাকা বেশি। বর্তমানে মুনাফার পাশাপাশি আমানতের দিক দিয়েও সোনালী ব্যাংক শীর্ষে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version