অগ্রনী ইক্যুইটি এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এর ৭৪তম ও ২০২১ সালের ১ম ভার্চুয়াল বোর্ড মিটিং ২৪শে জানুয়ারি রোববার অনুষ্ঠিত হয়। পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান ড. জায়েদ বখত̖̖ এর সভাপতিত্বে এ সভায় পরিচালক জনাব কে, এম, এন, মঞ্জুরুল হক লাবলু, পরিচালক জনাব এ, কে, এম দেলোয়ার হোসেন, এফসিএমএ, পরিচালক জনাব নাসির উদ্দিন আহম্মদ, এফসিএমএ, পরিচালক জনাব মোঃ জেহাদ উদ্দিন, পরিচালক জনাব মোহম্মদ শামস̖̖-উল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, অগ্রণী ব্যাংক লিমিটেড, পরিচালক জনাব মোঃ আনিসুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক, অগ্রণী ব্যাংক লিমিটেড, জনাব আহমদ ইয়ূসুফ আব্বাস, সিইও ও পরিচালক, অগ্রনী ইক্যুইটি এন্ড ইনভেস্টমেন্ট লিঃ এবং কো¤পানি সচিব মিসেস অরুন্ধতী মন্ডল অংশগ্রহণ করেন।