প্রচ্ছদ কর্পোরেট সংবাদ অনলাইনে শিক্ষার্থীদের ফি আদায়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাথে সোনালী ব্যাংকের চুক্তি

অনলাইনে শিক্ষার্থীদের ফি আদায়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাথে সোনালী ব্যাংকের চুক্তি

0
সোনালী ব্যাংক

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামসমূহে (বাংলাদেশ ও বহিঃ বাংলাদেশে) শিক্ষার্থী ভর্তি ও রেজিস্ট্রেশন সংক্রান্ত যাবতীয় ফি ও চার্জ আদায়ে সোনালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২৭ এপ্রিল, রবিবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চুক্তি শেষে পরষ্পর চুক্তিপত্র হস্তান্তর করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম ও সোনালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।

সোনালী ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস ও বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস, ব্যাংকের জেনারেল ম্যানেজার আকলিমা ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version