প্রচ্ছদ বিশেষ খবর অ্যাপল ডায়াবেটিস মাপার ঘড়ি আনছে

অ্যাপল ডায়াবেটিস মাপার ঘড়ি আনছে

0
ডায়াবেটিস

ডায়াবেটিসে আক্রান্ত রোগীর স্বপ্ন থাকে স্যাম্পল না দিয়ে যদি রক্তে গ্লুকোজের পরিমাণ মাপার কোনও পদ্ধতি আসতো, তাহলে কতই না সুবিধা হতো। যদিও এমন কিছু পদ্ধতি বাজারে প্রচলিত আছে, তবে সেগুলো মূল ধারার পদ্ধতি বলা যায় না। সম্প্রতি এমনই একটি গ্রহণযোগ্য পদ্ধতি নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট অ্যাপল।

ডিজি টাইমস’র বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম উবারগিজমো। অ্যাপল এমন একটি প্রযুক্তি বের করা নিয়ে কাজ করছে বলে জানায় সংবাদমাধ্যমটি। প্রতিষ্ঠানগুলো কোনও রক্তের প্রয়োজন ছাড়াই সেন্সরের মাধ্যমে রক্তে গ্লুকোজের পরিমাণ নির্ণয়ের চেষ্টা করছে।

সংবাদমাধ্যমটি জানায়—গুঞ্জন উঠেছে সুঁই ফোটানোবিহীন প্রযুক্তি নিয়ে এ বছরই অ্যাপল ওয়াচ বাজারে আসতে পারে। বিষয়টি গুঞ্জন হলেও এর সম্ভাবনা উড়িয়ে দেওয়ার মতো নয়। অনেকের দাবি, এক বছরের মধ্যে অ্যাপল ওয়াচ এমন প্রযুক্তি নিয়ে আসবে। তবে অ্যাপল ওয়াচে অনেক হেলথ ফিচার থাকলেও সেগুলো যেমন মেডিক্যাল যন্ত্রপাতির বিকল্প হতে পারেনি, ঠিক তেমনই এই ফিচারটি এলেও সচেতন রোগীর জন্য ডাক্তারের পরামর্শের কোনও বিকল্প নেই।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version