প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম আন্তর্জাতিক ফ্লাইট ১৬ জুন থেকে চালু

আন্তর্জাতিক ফ্লাইট ১৬ জুন থেকে চালু

0

প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারীতে আন্তর্জাতিক ফ্লাইট তিন মাস বন্ধ থাকার পর অবশেষে ১৬ জুন (মঙ্গলবার) বাংলাদেশ থেকে ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মো. মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামী ১৬ জুন থেকে সীমিত আকারে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দিচ্ছি।

প্রথমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং কাতার এয়ারওয়েজ লন্ডন ও কাতার থেকে ফ্লাইট পরিচালনা করতে পারবে বলে জানান তিনি।

তবে কাতার এয়ারওয়েজের ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ থাকছে জানিয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, “কাতার শুধু ট্রানজিট প্যাসেঞ্জার বহন করবে। আর বিমান ঢাকা থেকে লন্ডনে সাধারণ যাত্রী বহন করতে পারবে। কাতার তাদের দেশে প্রবেশ এলাউ করছে না। আমরা এজন্য কাতারকে এলাউ করব না। সেজন্যই আমরা চাচ্ছি না যে কাতার থেকে কেউ চলে আসুক।”

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সব দেশ থেকে যাত্রীদের আসা বন্ধ করে বাংলাদেশ। পরে অন্যান্য দেশের সঙ্গেও ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version