দীর্ঘ ৭৯ দিন বন্ধ থাকার পর ১৩ জুন, শনিবার থেকে চালু হয়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম। শনিবার বেলা সাড়ে ১১টায় ভারতের ফুলবাড়ী স্থলবন্দর থেকে দুটি ভারতীয় ট্রাক পাথর নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার, তেঁতুলিয়া থানার ওসি, স্থলবন্দরের কর্মকর্তা, আমদানি-রফতানিকারক নেতারা আমদানিকৃত পাথরবাহী ট্রাক দুটিকে হাততালি দিয়ে স্বাগত জানান।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৫ মার্চ সরকারি নির্দেশনা অনুযায়ী বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ এ বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করে। ফলে চার দেশীয় এ স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে এ বন্দরে কর্মরত সহস্রাধিক শ্রমিক বেকার হয়ে পড়েন।