প্রচ্ছদ কর্পোরেট সংবাদ এমটিবি’র ‘এজেন্ট ব্যাংকিং হিরোজ’ আয়োজন

এমটিবি’র ‘এজেন্ট ব্যাংকিং হিরোজ’ আয়োজন

0

ব্যাংকের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং ২০০তম এমটিবি এজেন্ট ব্যাংকিং সেন্টারের উদ্বোধন উপলক্ষে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি সফলভাবে ‘এজেন্ট ব্যাংকিং হিরোজ রিকগনিশন প্রোগ্রাম ২০২১’-এর আয়োজন করেছে। স্যামসন এইচ. চৌধুরী অডিটোরিয়াম, এমটিবি টাওয়ার, ১১১ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১০০০-এ গ্রাহকবৃন্দ, এজেন্ট, এজেন্ট আউটলেটে ব্যাংকের প্রতিনিধিবৃন্দ এবং এমটিবি সিনিয়র ম্যানেজমেন্ট-এর উপস্থিতিতে এমটিবি অনুষ্ঠানটি আয়োজন করে। এই অনন্য ইভেন্টের উদ্দেশ্য ছিল সারাদেশে এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে জড়িত সকল পক্ষের প্রচেষ্টা এবং অবদানকে স্বীকৃতি দেওয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আবুল বাশার। এসময় উপস্থিত ছিলেন সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আবুল বাশার এজেন্ট ব্যাংকিং হিরোদের মধ্যে তাদের অবদানের স্বীকৃতি-স্বরূপ ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।

সৈয়দ রফিকুল হক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, চৌধুরী আখতার আসিফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চীফ রিস্ক অফিসার, গৌতম প্রসাদ দাস, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব গ্রুপ ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়ান্স, তারেক রিয়াজ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার, মোঃ খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক, কর্পোরেট ও কমার্শিয়াল বিজনেস, মদন মোহন কর্মকার, হেড অব এজেন্ট ব্যাংকিং এবং আজম খান, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version