প্রচ্ছদ কর্পোরেট সংবাদ এমটিবি ফাউন্ডেশন ও বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতাল-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

এমটিবি ফাউন্ডেশন ও বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতাল-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

0
এমটিবি

এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি ‘বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের থ্যালাসেমিয়া রোগীদের স্বাস্থ্যসেবা সহায়তা প্রদান’ শীর্ষক প্রকল্পের জন্য বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই প্রকল্পের অধীনে, এমটিবি ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা ব্যয় বহনে বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালকে সহায়তা করবে।

এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান-১, ঢাকায় এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চীফ রিস্ক অফিসার, চৌধুরী আখতার আসিফ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো, রেইস উদ্দীন আহ্মাদ-এর উপস্থিতিতে বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের নির্বাহী পরিচালক, ডাঃ এ কে এম একরামুল হোসেন স্বপন এবং এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি-এর প্রেসিডেন্ট, ড. এম. এ. মতিন ও বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার, মোঃ মুজিবুর রহমান সহ এমটিবি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version