প্রচ্ছদ কর্পোরেট সংবাদ এমটিবি ফাউন্ডেশন ‘স্বপ্ন সারথি’ পুনরায় চালু করলো

এমটিবি ফাউন্ডেশন ‘স্বপ্ন সারথি’ পুনরায় চালু করলো

0
এমটিবি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে, এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি ‘স্বপ্ন সারথি’ নামক সিএসআর কর্মসূচি পুনরায় চালু করেছে যার আওতায় দেশের প্রত্যন্ত এলাকায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে, মূলত সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়। ‘স্কুলে যেতে দূরত্ব যেন বাধা না হয়’ এই মটোকে সামনে রেখে এই সিএসআর কর্মসূচিটি পরিচালিত হয় যেন শিক্ষার্থীদের স্কুল যাতায়াতে ভৌগলিক দূরত্ব কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। এমটিবি ফাউন্ডেশন যশোরের বাহাদুরপুর উচ্চ বিদ্যালয় ও এসআলী উচ্চ বিদ্যালয়-এর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ত্রিশ (৩০)টি সাইকেল বিতরণ করেছে। এই কর্মসূচিটি এসডিজি’র ধারা ৩, ৪, ৫ এবং ১০ অর্জনে এমটিবি ফাউন্ডেশনের প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো, রেইস উদ্দীন আহ্মাদ, এমটিবি যশোর শাখার শাখা ব্যবস্থাপক, মোঃ শাকিল আলম, এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী এবং সহযোগী, গোলাম রাব্বানী ।

শিক্ষা খাতে আবদানের অংশ হিসেবে গ্রামীণ দুর্গম এলাকায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের, প্রধানত নারী শিক্ষার্থীদের সহায়তা করার লক্ষ্যে ব্যাংকটি ২০১৫ সালে “স্বপ্ন সারথি” চালু করেছিল।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version