প্রচ্ছদ কর্পোরেট সংবাদ কমিউনিটি ব্যাংক এর উদ্যোগে ‘‘সেলস ও সার্পোট কমিউনিটি’’ শীর্ষক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক এর উদ্যোগে ‘‘সেলস ও সার্পোট কমিউনিটি’’ শীর্ষক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত

0
কমিউনিটি ব্যাংক এর উদ্যোগে ‘‘সেলস ও সার্পোট কমিউনিটি’’ শীর্ষক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল-এডিসি এর উদ্যোগে অর্ধ দিবসব্যাপী ‘‘সেলস অ্যান্ড সাপোর্ট কমিউনিটি’’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশজুড়ে কমিউনিটি ব্যাংকের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ ও অন্যান্য চুক্তিভিত্তিক প্রায় ২শ কর্মকর্তাকে নিয়ে রাজধানীর ইস্কাটনে, পুলিশ কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পুলিশের (অ্যাডমিন) ডিআইজি জনাব কাজী মো. ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পুলিশের (পুলিশ কল্যাণ ট্রাস্ট) অ্যাডিশনাল ডিআইজি জনাব আহমদ মুঈদ এবং কমিউনিটি ব্যাংকর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) জনাব কিমিয়া সাদাত।

অনুষ্ঠানে আগত কর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে বক্তব্য রাখেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা ও লক্ষ্য স্থির করে তা অর্জনের জন্য যার যার অবস্থান থেকে কাজ করার নিদের্শ দেন। আগত সহকর্মীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতেও তাদের কাজের ধারবাহিকতা যেন অব্যাহত থাকে; সে ব্যাপারে নির্দেশনাও দেন জনাব কিমিয়া সাদাত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস জনাব মো. আরিফুল ইসলাম, হেড অব কার্ড জনাব জহির আহমেদ, হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম জনাব মো. মামুন-উর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version