প্রচ্ছদ কর্পোরেট সংবাদ হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথ উদ্বোধন

হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথ উদ্বোধন

0
হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথ উদ্বোধন

হজের মওসুমে সম্মানিত হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে সেবা বুথ উদ্বোধন করেছে এক্সিম ব্যাংক। গত (২৮ এপ্রিল, ২০২৫) হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম আখতার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব ও হজ অফিসের পরিচালক মোঃ লোকমান হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের শরী‘আহ্ সেক্রেটারিয়েট এর প্রধান মোহাম্মদ জুলকার নাইন এবং বিভিন্ন হজ এজেন্সির সত্ত্বাধিকারীসহ এক্সিম ব্যাংক ও হজ অফিসের ঊর্র্ধ্বতন নির্বাহীবৃন্দ।

সার্বক্ষণিক সেবা প্রদানে প্রস্তুত এই বুথ থেকে সম্মানিত হাজযাত্রীগণ হজসংক্রান্ত বিভিন্ন তথ্য, পাসপোর্ট এন্ডোর্সমেন্ট এবং প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা বিনিময় সেবা গ্রহণ করতে পারবেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version