প্রচ্ছদ পুঁজিবাজার গত সপ্তাহে লভ্যাংশ দিল ১৩ কোম্পানি

গত সপ্তাহে লভ্যাংশ দিল ১৩ কোম্পানি

0

গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন থাতের ১৩টি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩০ জুন, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

কোম্পানিগুলো হলো:

এস্কয়্যার নিট কম্পোজিটঃ কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৩৭ পয়সা।

শেফার্ড ইন্ডাস্ট্রিজঃ কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৯০ পয়সা।

কোহিনূর কেমিক্যালসঃ কোম্পানিটি ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ এবং ২০ শতাংশ বোনাস লভ্যাংশ। সূত্র মতে, সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১০ টাকা ৩৭ পয়সা।

এসিআই ফরমুলেশনঃ কোম্পানিটি ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ৯০ পয়সা।

বিকন ফার্মাঃ কোম্পানিটি ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সূত্র মতে, সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৫১ পয়সা।

বারাকা পাওয়ারঃ কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই  নগদ লভ্যাংশ। সূত্র মতে, সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৭১ পয়সা।

অরিয়ন ইনফিউশনঃ কোম্পানিটি ১৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে১ টাকা ৯৭ পয়সা।

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসঃ কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৯৮ পয়সা।

প্রিমিয়ার সিমেন্টঃ কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ  লভ্যাংশ। সূত্র মতে, সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৫ টাকা ৮০ পয়সা।

আনলিমা ইয়ার্নঃ কোম্পানিটি ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৫২ পয়সা।

দেশবন্ধু পলিমারঃ কোম্পানিটি ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৪৭ পয়সা।

সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারীঃ কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১২ পয়সা।

ইফাদ অটোসঃ কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। তবে এটি শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য প্রযোজ্য। সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৪ টাকা ৫৯ পয়সা।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version