প্রচ্ছদ বিশেষ খবর গাজীপুরে ঝুটের গুদামে আগুন

গাজীপুরে ঝুটের গুদামে আগুন

0

গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর জেলার কোনাবাড়িতে আমবাগ নছর মার্কেট এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ঝুট গুদাম ও বসতবাড়ির কয়েকটি কক্ষ পুড়ে গেছে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ওসি এমদাদ হোসেন জানান, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মুকিম মিয়ার ঝুট গুদামে অগ্নিকাণ্ডেরর সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাশে থাকা সুজন মিয়ার বসতবাড়ির দুটি কক্ষে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে জয়দেরপুর ফায়ার স্টেশনের দুটি এবং স্থানীয় ডিবিএল গ্রুপের ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে গুদামে থাকা ও বসতবাড়ির দুটি কক্ষের সব মালামাল পুড়ে গেছে। তবে কেউ আহত হয়নি। সিগারেটের আগুন থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছেন ওই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version