প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি টেলিকমিউনিকেশন গ্রামীণফোনের ভয়েস ওভার এলটিই সেবা শুরু

গ্রামীণফোনের ভয়েস ওভার এলটিই সেবা শুরু

0

দেশজুড়ে ভয়েস ওভার এলটিই সেবা চালু করল গ্রামীণফোন। প্রযুক্তির এ অগ্রগতিতে ফোরজি/ এলটিইর কাভারেজের অধীন এলাকায় ভয়েস কলে গ্রাহক অভিজ্ঞতা উন্নত হবে। এ ক্ষেত্রে এই সেবা উপভোগে গ্রাহকদের ভয়েস ওভার এলটিই সমর্থন করে এমন হ্যান্ডসেট, ফোরজি সিম ও কাভারেজ থাকতে হবে। এটি এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে ফোরজি/এলটিই নেটওয়ার্কে ভয়েস কল করা যায়। এ সেবার মাধ্যমে কলের ক্ষেত্রে দুজন গ্রাহক ৫০ শতাংশ দ্রুত কল সংযোগ সময় এবং এইচডি মানসম্পন্ন ভয়েস কলের অভিজ্ঞতা পাবে।

এ ব্যাপারে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, ‘দেশজুড়ে এ সেবার উন্মোচন ফোরজি/এলটিই নেটওয়ার্কে গ্রাহকদের উন্নত সেবা প্রদানের সুযোগ হলো। এর মাধ্যমে আমাদের দায়িত্ব আরো অর্থবহ হয়ে উঠবে।’

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version