প্রচ্ছদ কর্পোরেট সংবাদ জনাব এ কে এম আবদুল আলীম স্ট্যান্ডার্ড ব্যাংক এর ভাইস চেয়ারম্যান নির্বাচিত

জনাব এ কে এম আবদুল আলীম স্ট্যান্ডার্ড ব্যাংক এর ভাইস চেয়ারম্যান নির্বাচিত

0
স্ট্যান্ডার্ড ব্যাংক

জনাব এ কে এম আব্দুল আলীম স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪০৪তম সভায় সর্বসম্মতিক্রমে তিনি উক্ত পদে নির্বাচিত হন। এছাড়াও তিনি ব্যাংকের অডিট কমিটির সদস্য ও শরি‘আহ সুপারভাইজরি কমিটির পর্যবেক্ষক।
দেশের একটি সম্মানিত ব্যবসায়ী পরিবারের সন্তান, বিশিষ্ট তরুণ উদ্যোক্তা জনাব আলীম, স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ও বর্তমান চেয়ারম্যান এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ আবদুল আজিজ এর একমাত্র পুত্র। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং আন্তর্জাতিক ব্যাবসায় দক্ষ, বৈশি^ক অর্থনীতি বিষয়ে বিশেষ উৎসাহী জনাব আলীম দেশের স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল স্কলাস্টিকা থেকে ’ও’ এবং ’এ’ লেভেল পাশ করার পর নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা থেকে বিবিএ ও পরবর্তীতে যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন। বর্তমানে তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড ও স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএ-এর পরিচালক, ম্যাস কর্পোরেশনের প্রোপ্রাইটর, মিডল্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর পরিচালক এবং গ্লোবাল লেদার ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। সমাজসেবী জনাব আলীম গুলশান সোসাইটির আজীবন সদস্য, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সদস্য, গুলশান নর্থ ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা দাতা সদস্য এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একজন সম্মানিত সদস্য।

তিনি ভ্রমণ ও কাজের প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, চীন, হংকং, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত, নেপালসহ আরো অনেক দেশে ভ্রমণ করেছেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version