প্রচ্ছদ কর্পোরেট সংবাদ সোনালী ব্যাংক এর রেকর্ড ৫,৬৩৪ কোটি টাকা পরিচালন মুনাফা 

সোনালী ব্যাংক এর রেকর্ড ৫,৬৩৪ কোটি টাকা পরিচালন মুনাফা 

0
সোনালী ব্যাংক

সোনালী ব্যাংক পিএলসি পরিচালন মুনাফা লাভে পূর্বের সকল রেকর্ড ভেঙেছে। ২০২৪ সাল শেষে ব্যাংকটি পরিচালন মুনাফা লাভ করেছে ৫ হাজার ৬৩৪ কোটি টাকা। যা বিগত বছরের চেয়ে ১ হাজার ৭৮৮ কোটি টাকা বেশি। ২০২৩ সাল শেষে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফার পরিমাণ ছিলো ৩ হাজার ৮৪৬ কোটি টাকা। রেকর্ড মুনাফার পাশাপাশি ব্যাংকটির আমানতের পরিমাণও বৃদ্ধি পেয়ে ১ লক্ষ ৬৪ হাজার ৯৬০ কোটি টাকা হয়েছে, যা গত বছরের চেয়ে ১৪ হাজার ৩৪২ কোটি টাকা বেশি।

২০২৪ সাল শেষে ব্যাংকের নেট ইন্টারেস্ট ইনকামের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে ১ হাজার ৪২৫ কোটি টাকা। যা গত বছরের চেয়ে ৯৪৯ কোটি টাকা বেশি। ২০২৩ সাল শেষে নেট ইন্টারেস্ট ইনকাম ছিলো ৪৭৬ কোটি টাকা। ২০২৩ সালের তুলনায় শ্রেণিকৃত ঋণ ৩.৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া ২০২৩ সালের তুলনায় বিতরণকৃত ঋণের পরিমাণ কমেছে ১ হাজার ৬২৪ কোটি টাকা।

২ জানুয়ারি, বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে বিগত বছরের অর্জন সম্পর্কে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান। এসময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দসহ, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version