প্রচ্ছদ কর্পোরেট সংবাদ বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির নবগঠিত কমিটির সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির নবগঠিত কমিটির সভা অনুষ্ঠিত

0

বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভা ০১ মার্চ ২০২০ রবিবার সকাল ১১.০০ ঘটিকার সময় একাডেমির অস্থায়ী কার্যালয়-৯৮ ফকিরেরপুল, ৩য়তলা, ঢাকায় বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির চেয়ারম্যান ও সাবেক আইজিপি জনাব এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে বঙ্গবন্ধুর অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

সভার শুরুতে একাডেমির সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন আলোচ্যসূচির সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে একাডেমির বছরব্যাপী কর্মসূচি প্রণয়নে সকলের মতামত তুলে ধরার আহ্বান জানান। সভায় একাডেমির যুগ্ম-সম্পাদক জনাব খুরশেদুল আলম ও জনাব মেজবা উদ্দিন আহমেদ আলোচ্যসূচির উপর মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন।

সভার প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক একাডেমির বিগত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং বঙ্গবন্ধুর ইতিহাস সঠিকভাবে জাতির সামনে তুলে ধরতে মুজিব জন্মশতবর্ষে গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করার অনুরোধ জানিয়ে একাডেমির সকলকে ধন্যবাদ জানান।

সভার সভাপতি ও বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির চেয়ারম্যান সাবেক আইজিপি জনাব এ কে এম শহীদুল হক মুজিব জন্মশতবর্ষকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য সংগ্রামী ইতিহাস নবপ্রজন্ম তথা বাঙালি জাতির সামনে তুলে ধরার কাজে বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির কার্যক্রমকে আরও গতিশীল করতে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সভায় উপস্থিত সকল কর্মকর্তা-সদস্য/সদস্যাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং একাডেমির উত্তরোত্তর সফলতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সভায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে একাডেমির বছরব্যাপী কর্মসূচি চূড়ান্ত করা হয়

কার্যনির্বাহী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ :

১. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ২৮ মার্চ ২০২০ তারিখে জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন;

২. বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ২০২০ সালের ১৭ মার্চ উপলক্ষে ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু’ নামে একটি সংকলন প্রকাশের জন্য একটি সাব কমিটি গঠন এবং সংকলনের ব্যয় নির্বাহে প্রয়োজনীয় বিজ্ঞাপন সংগ্রহের উদ্যোগ গ্রহণ;

৩. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বাংলা-ইংরেজি পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত প্রবন্ধ, প্রতিবেদন, কবিতা ইত্যাদির সমন্বয়ে বিশেষ পুস্তক/স্মরণিকা প্রকাশের প্রস্তুতি;

৪. বঙ্গবন্ধুর ১০০টি ভাষণ-বিবৃতি সমন্বয়ে বিশেষ প্রকাশনার প্রস্তুতি;

৫. বঙ্গবন্ধুর ১০০টি দুর্লভ ছবির সমন্বয়ে বিশেষ প্রকাশনার প্রস্তুতি;

৬. বঙ্গবন্ধুর ১০০টি আহ্বান বা উদ্ধৃতি বা উক্তির সমন্বয়ে বিশেষ প্রকাশনার প্রস্তুতি এবং

৭. বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনী প্রকাশনার প্রস্তুতি (পকেট বুক) গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version