গত ১০ ডিসেম্বর, ২০২০ তারিখে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি)-এর ১৭তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এমটিবির গ্রুপ চেয়ারম্যান, মোঃ হেদায়েত উল্লাহ-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এমটিবি’র ভাইস চেয়ারম্যান, খাজা নার্গিস হোসেন, পরিচালকবৃন্দ সৈয়দ মঞ্জুর এলাহী (প্রতিষ্ঠাতা চেয়ারম্যান), ড. আরিফ দৌলা, এম. এ. রউফ জেপি, মোঃ আব্দুল মালেক, মোঃ ওয়াকিল উদ্দিন, আনিকা চৌধুরী, ড্যানিয়েল ডে ল্যাঞ্জ এবং তারিক উর রহমান, স্বতন্ত্র পরিচালক, নাসরিন সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং কোম্পানী সেক্রেটারী, মালিক মুনতাসির রেজা এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারগণ। চৌধুরী আসিফ এই সভায় এমটিবি’র পরিচালক, রাশেদ আহমেদ চৌধুরী’র পক্ষ থেকে অংশগ্রহণ করেন। এই বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ব্যাংকের অতিরিক্ত টায়ার ওয়ান রেগুলেটরি মূলধনের অংশ হিসেবে ৪,০০০ মিলিয়ন টাকার অনিরাপদ, কন্টিজেন্ট-কনভারটিবল, বাসেল থ্রি ভিত্তিক, পারপাচুয়্যাল বন্ড (পিবি) অনুমোদন করেছেন।
ক্যাপশন: গত ১০ ডিসেম্বর, ২০২০ তারিখে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি)-এর ১৭তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এমটিবির গ্রুপ চেয়ারম্যান, মোঃ হেদায়েত উল্লাহ-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এমটিবি’র ভাইস চেয়ারম্যান, খাজা নার্গিস হোসেন, পরিচালকবৃন্দ, সৈয়দ মঞ্জুর এলাহী (প্রতিষ্ঠাতা চেয়ারম্যান), ড. আরিফ দৌলা, এম. এ. রউফ জেপি, মোঃ আব্দুল মালেক, মোঃ ওয়াকিল উদ্দিন, আনিকা চৌধুরী, ড্যানিয়েল ডে ল্যাঞ্জ এবং তারিক উর রহমান, স্বতন্ত্র পরিচালক, নাসরিন সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং কোম্পানী সেক্রেটারী, মালিক মুনতাসির রেজা। চৌধুরী আসিফ এই সভায় এমটিবি’র পরিচালক, রাশেদ আহমেদ চৌধুরী’র পক্ষ থেকে অংশগ্রহণ করেন।