আসন্ন ঈদুল আযহার তারিখ নির্ধারণ করতে রবিবার (১১ জুলাই) বৈঠকে বসতে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটি। এ বিষয়ে শনিবার (১০ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে বলা হয়, পবিত্র ঈদুল আযহা’র তারিখ নির্ধারণ ও ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল রবিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হলো।