Home আবাসন রিহ্যাব উইন্টার ফেয়ারে ৪৫৬ কোটি টাকার ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং

রিহ্যাব উইন্টার ফেয়ারে ৪৫৬ কোটি টাকার ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং

রিহ্যাব উইন্টার ফেয়ারে ৪৫৬ কোটি টাকার ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং

রিহ্যাব উইন্টার ফেয়ার ২০১৯ এ ৪৫৬ কোটি টাকার ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি এবং বুকিং হয়েছে। এছাড়া ব্যাংক কমিটমেন্ট এসেছে প্রায় ১৭’ শ কোটি টাকা। রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত ৫ দিনব্যাপী এই ফেয়ারে ক্রেতা-দর্শনার্থী প্রবেশ করেছে ২৯ হাজার ১০৩ জন।
রিহ্যাব ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর দেয়া তথ্য অনুযায়ী ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে ২৭৬ কোটি টাকা, প্লট ৫৩ কোটি টাকা এবং বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে ১২৭ কোটি টাকা।
২৪-২৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই ফেয়ার সম্পন্ন হয়। মেলায় ১৬০ টি প্রতিষ্ঠানের মোট ২৩০টি স্টল ছিল। এবছর ৩০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৪ অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে রিহ্যাব।

মেলার শেষ দিন র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্র’র প্রধান আকর্ষণ ছিল প্রাইভেট কার। জোবায়ের বিন কিবরিয়া নামে এক ব্যাক্তি লটারির মাধ্যমে প্রাইভেট কার টি জিতে নেন। (বাকিদের তালিকা সংযুক্ত)

www.rehabwinterfair2019.com এই ওয়েব সাইটে লটারী বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে। এছাড়া রিহ্যাব এর ফেসবুক পেজ এ লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, ২০০১ সাল থেকে ঢাকায় আবাসন মেলা শুরু করে রিহ্যাব।

শেয়ার করুনঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version