প্রচ্ছদ পুঁজিবাজার সূচক পতনে প্রথম কর্মদিবসের লেনদেন চলছে

সূচক পতনে প্রথম কর্মদিবসের লেনদেন চলছে

0

আজ রোববার ঢাকা সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। আজ বেলা ১২টার দিকে ডিএসইতে ১০১ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৫৩ পয়েন্টে, ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৭১ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫১১ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version