জাতীয় রাজস্ব বোর্ড ভ্রমণ কর আহরণ সহজতর করার লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড এর সহায়তায় স্থল ও নৌপথে বিদেশগামী যাত্রীদের নিকট হতে “অনলাইনে ভ্রমণ কর আদায় পদ্ধতি” কার্যক্রম শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিনিয়র সচিব,অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মোঃ মুসলিম চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম, সোনালী ব্যাংক লিমিটেডের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান । এখন থেকে স্থল ও নৌপথে বিদেশগামী যাত্রীরা ঘরে বসেই অনলাইনে ব্যাংকের এটিএম কার্ড এবং বিকাশের মাধ্যমে তাদের ভ্রমণ কর প্রদান করতে পারবেন যার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে একটি উল্লেখযোগ্য কার্যক্রমের সূচনা হলো। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।