প্রচ্ছদ কর্পোরেট সংবাদ ‘স্পেকট্রাম অফ অপরচুনিটিজ’ থিম ভিত্তিক ‘এমটিবি এন্ড ডেভেলপারস্ মিট’ অনুষ্ঠিত

‘স্পেকট্রাম অফ অপরচুনিটিজ’ থিম ভিত্তিক ‘এমটিবি এন্ড ডেভেলপারস্ মিট’ অনুষ্ঠিত

0
এমটিবি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি ঢাকার একটি হোটেলে ‘স্পেকট্রাম অফ অপরচুনিটিজ’ থিম ভিত্তিক ‘এমটিবি এন্ড ডেভেলপারস্ মিট’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে। রিয়েল এস্টেট সেক্টরের সুযোগগুলি অন্বেষণ করার লক্ষ্যে, অনুষ্ঠানটি এই শিল্পের নেতৃবৃন্দ এবং দেশের স্বনামধন্য ডেভেলপারদের শীর্ষ ব্যবস্থাপনার সক্রিয় অংশগ্রহনে পরিচালিত হয়েছে। রিয়েল এস্টেট শিল্পের বর্তমান অবস্থা, এর চ্যালেঞ্জ এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির ক্ষেত্রে ব্যাংকগুলোর সম্পৃক্ততা বিষয়ে আলোকপাত করার জন্য, ইভেন্টের অংশ হিসেবে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান প্যানেল আলোচনাটি পরিচালনা করেন এবং এফ আর খান, ব্যবস্থাপনা পরিচালক, বিল্ডিং টেকনোলজি এন্ড আইডিয়াস লিঃ, ইঞ্জিনিয়ার মোঃ আরিফুর রহমান, সিইও, এ্যাসুরেন্স ডেভেলপমেন্টস্ লিমিটেড, গোলাম রসুল, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, এ্যাসেট ডেভেলপমেন্টস্ এন্ড হোল্ডিংস্ লিঃ, প্রকৌশলী তানভিরুল হক প্রবাল, ব্যবস্থাপনা পরিচালক, বিল্ডিং ফর ফিউচার লিঃ এবং সাব্বীর হোসেন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা, ডরিন ডেভেলপমেন্টস লিমিটেড এই প্যানেল আলোচনায় রিয়েল এস্টেট শিল্প এবং এর পরিধি সম্পর্কে তাঁদের মূল্যবান মতামত ও ধারণা শেয়ার করেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version