রবিবার, ১২ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোঃ রফিকুল ইসলাম এর যোগদান

প্রকাশঃ

জনাব মোঃ রফিকুল ইসলাম উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়ে অগ্রণী ব্যাংক লিমিটেড এ যোগদান করেছেন। এর আগে তিনি ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এ মহাব্যবস্থাপক (অপারেশনস্) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৮ সালে ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এ সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। আইসিবি এ কর্মকালীন সময়ে তিনি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এর ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার, আইসিবি রাজশাহী ও বরিশাল শাখার প্রধান, প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় হতে মার্কেটিং এ ১৯৮৩ সালে বিকম (অনার্স) ও ১৯৮৪ সালে এমকম ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৬৩ সালে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় জন্মগ্রহণ করেন।

জনাব রফিক সিকিউরিটিজ মার্কেট, মার্চেন্ট ব্যাংকিং, আইসিবি সম্পর্কিত বিভিন্ন আইনকানুন, নাগরিক সেবায় উদ্ভাবনসহ দেশে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। এছাড়া National Institute of Bank Management (NIBM), পুনে, ভারত কর্তৃক আয়োজিত Corporate Governance and Leadership for Top Executives from the Financial System শীর্ষক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ