অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে সিনিয়র অফিসারদের জন্য ৩০ কর্মদিবসব্যাপী (১৬ জুন থেকে ২৫ জুলাই, ২০১৯ইং) বুনিয়াদী কোর্সের সনদপত্র বিতরণী অনুষ্ঠান গত ২৫-০৭-২০১৯ইং তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর, অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জনাব খোন্দকার ইব্রাহিম খালেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব মোহম্মদ শামস্-উল ইসলাম। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সহকারী মহাব্যবস্থাপক ও অনুষদ সদস্য জনাব মো: কামরুল ইসলাম। প্রধান অতিথি তার অতীত ব্যাংকিং কর্মকান্ডের অভিজ্ঞতা তুলে ধরে প্রশিক্ষণার্থীদের উজ্জীবিত করেন এবং তাদের উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠার সাথে পালনের দিক নির্দেশনা দেন। তিনি ব্যাংকের উত্তরোত্তর উন্নতি কামনা করেন। বিশেষ অতিথি এক ঝাঁক নব নিযুক্ত তরুণ অফিসারদের সময়ের চাহিদার সাথে সঙ্গতি রেখে প্রাতিষ্ঠানিক উৎকর্ষতা সাধনের লক্ষ্যে আধুনিক ব্যাংকিং ও তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনে উপদেশ প্রদান করেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধুর দেয়া অগ্রণী নামকে স্বার্থক করে অগ্রণী ব্যাংককে সার্বিক ভাবে সবার অগ্রে অর্থাৎ প্রথম স্থানে পৌঁছানোর লক্ষ্যে সকলকে আত্মনিয়োগ করার আহ্বান জানান। শেষে সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অগ্রণী ব্যাংকের প্রবেশনারী অফিসারদের বুনিয়াদী কোর্সের সনদপত্র বিতরণ
প্রকাশঃ