সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

অগ্রণী ব্যাংকে প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

প্রকাশঃ

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) আয়োজিত ‘ডেভেলপমেন্ট অব লিডারশিপ কোয়ালিটি অব ব্রাঞ্চ ম্যানেজমেন্ট’ শীর্ষক ৫ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। ২৩ মে ২০২৪ এবিটিআইয়ে কর্মশালার শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অগ্রণী ব্যাংক পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ও উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম। এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (এইচআরপিডিওডি) মো. আমিনুল হক।

এসময় প্রধান অতিথি ওয়াহিদা বেগম প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে ব্যাংকিং পেশায় নিজেদেরকে নেতৃত্ব গড়ে তোলার পরামর্শ ও সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন। গুরুত্বপূর্ণ এ প্রশিক্ষণ কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক ও অঞ্চলের ৫৭ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ