মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

অগ্রণী ব্যাংক এবং নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানীর এর মধ্যে সমঝোতা স্মারক

প্রকাশঃ

দেশের আবাসন সংকট নিরসনকল্পে বর্তমান সরকার কর্তৃক ইতোমধ্যে যুগান্তকারী পদক্ষেপ গৃহীত হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,কর্মচারি ও অন্যান্য স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা,কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ প্রদান কার্যক্রম চলমান রয়েছে যেখানে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্দিষ্ট হারে সুদ ভর্তুকি প্রদান করা হচ্ছে। সরকার কর্তৃক গৃহীত প্রকল্প বাস্তবায়নে দেশের অন্যতম রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিমিটেড এর কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে অন্যতম বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেড এবং নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিমিটেড এর মধ্যে ১২-০৪-২০২২ তারিখ রোজ মঙ্গলবার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিমিটেড এর বোর্ডরুমে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব মোহম্মদ শামস্-উল ইসলাম এবং নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী জনাব এ.এম.খোরশেদুল আলম সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ