শনিবার, ১১ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

অগ্রণী ব্যাংক লিমিটেড এর নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী

প্রকাশঃ

নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী অগ্রণী ব্যাংক লিমিটেড এর নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদান করেছেন। যোগদানের পূর্বে তিনি সোনালী ব্যাংক লিমিটেড এর স্থানীয় কার্যালয় শাখার জেনারেল ম্যানেজার হিসেবে অত্যান্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দেশে এবং বিদেশে সোনালী ব্যাংক লিমিটেড এর বিভিন্ন শাখা, প্রিন্সিপাল অফিস, চট্টগ্রাম-এ ডেপুটি জেনারেল ম্যানেজার ও জেনারেল ম্যানেজার হিসেবে কুমিল্লা এবং ঢাকা বিভাগের দায়িত্ব পালন করেন। নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিজ্ঞানে ১৯৮৩ সালে বি কম (অনার্স) ও ১৯৮৪ সালে এম কম ডিগ্রী লাভ করে একই বছর ফিন্যান্সিয়াল এনালিষ্ট হিসেবে সোনালী ব্যাংক লিমিটেড এ যোগদান করেন। তিনি চাকরি জীবনে যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, সিঙ্গাপুর, থাইল্যান্ড, লাউস, মায়ানমার এবং ভারতে বিভিন্ন প্রশিক্ষন, সেমিনার-এ অংশগ্রহন ও ভ্রমণ করেন। তিনি ১৯৬১ সালে চট্টগ্রাম জেলার রাউজান থানার অন্তগত কদলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি ২ সন্তানের জনক।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ