গ্লোবাল ইসলামী ব্যাংক আজ বাংলাদেশ ব্যাংকের সাথে স্বয়ংক্রিয় চালান সিস্টেম (এ-চালান পদ্ধতি) বিষয়ে একটি চুক্তি সম্পাদন করেছে। চুক্তির আওতায় গ্লোবাল ইসলামী ব্যাংকের শাখা, উপশাখা সমূহে এখন থেকে বিভিন্ন ধরনের সরকারি সেবার ফি (পাসপোর্ট ফি, ট্যাক্স, ভ্যাট ইত্যাদি) জমা দেয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের জিএম মোঃ ফোরকান হোসেন এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আহমেদ জামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং এক্সিকিউটিভ ডিরেক্টর নুরুন নাহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। গ্লোবাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জিহাদ ও উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
অটোমেটেড চালান সিস্টেম বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে গ্লোবাল ইসলামী ব্যাংকের চুক্তি স্বাক্ষর
![Global-Challan গ্লোবাল চালান](https://hawker.com.bd/wp-content/uploads/2021/10/Global-Challan-Photo-1.jpg)
- ট্যাগ
- চালান সিস্টেম
পূর্ববর্তী নিবন্ধ