বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

অনুমতি ছাড়া ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার না করার নির্দেশ

প্রকাশঃ

সরকারি কাজ ত্বরান্বিত করা, সরকারের অপ্রয়োজনীয় ব্যয় রোধ, এবং দরপত্র প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতা আনার কথা জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, দরপত্র আহ্বানকারী প্রতিষ্ঠানের সম্মতি ছাড়া কোনো ব্যাংক গ্যারান্টি বাতিল করা যাবে না।

সরকারি বিভিন্ন টেন্ডারে অংশগ্রহণকারী ঠিকাদার ও প্রতিষ্ঠানের ব্যাংক গ্যারান্টি প্রত্যাহারের মাধ্যমে অন্যদের কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে। যদিও গ্রাহকের অনুমতি ছাড়া ব্যাংক গ্যারান্টি প্রত্যাহারের সুযোগ নেই।

ব্যাংকের কিছু কর্মকর্তা এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে অনুমতি ছাড়া ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার না করার নির্দেশ দিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কিছু ব্যাংক দরপত্র মূল্যায়নকালীন দরপত্রদাতার অনুকূলে ইস্যুকৃত ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করে নেয়। এতে সর্বনিম্ন দরপত্রদাতার চেয়ে অধিক মূল্য প্রদানকারী দরপত্রদাতার কাজ পাওয়ার সুযোগ তৈরি হয়। এতে একদিকে সরকারি কাজ বাধাগ্রস্ত হয়, অন্যদিকে সরকার বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ