সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

অর্থ মন্ত্রণালয় ও সোনালী ব্যাংক এর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ এর সভা কক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের শিক্ষক/কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ প্রদান নীতিমালা-২০১৯ এর আওতায় গৃহ নির্মাণ/ফ্ল্যাটক্রয় ঋণ প্রদান কার্যক্রম শুরু করার নিমিত্ত সোনালী ব্যাংক লিমিটেড, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এবং অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এর সাথে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, অতিরিক্ত সচিব মোঃ এখলাছুর রহমান, সোনালী ব্যাংক লিমিটেড এর সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ জাহিদুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এর উপাচার্য মহোদয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক-ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এর উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল এ্যাডভান্সেস ডিভিশন, প্রধান কার্যালয়, ঢাকা এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মাহতাব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার সাহিদা খানম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব ও উপসচিব বৃন্দ এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক/নির্বাহী/কর্মকর্তাগণ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ