সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আইসিএবি অ্যাওয়ার্ড: ১ম স্থান অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক

প্রকাশঃ

সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য ২২তম ICAB National Award এ ১ম স্থান অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। গত ০৩ ডিসেম্বর ২০২২ইং তারিখে ICAB রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২২তম ICAB National Award প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মোসলেহ উদ্দীন আহমেদ এবং ব্যাংকের সিএফও জনাব মোঃ জাফর ছাদেক, এফসিএ অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুনশি, এমপি-এর নিকট থেকে পুরস্কার হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কমট্রোলার এন্ড অডিটর জেনারেল, বাংলাদেশ জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবায়াতুল ইসলাম, ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এর চেয়ারম্যান (এফআরসি) এর চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ হামিদ উল্লাহ ভুইয়া, আইসিএবি এর সভাপতি জনাব মোঃ শাহাদাত হোসেন, এফসিএ, শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ এবং কোম্পানী সচিব জনাব মোঃ আবুল বাশার এবং উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ