সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আকাশপথে ভারতে ৪ মাসের জন্য পর্যটন ভিসা

প্রকাশঃ

আকাশপথে ভারতের পর্যটন ভিসা চালু হয়েছে। আজ সোমবার (১৫ নভেম্বর) থেকে পর্যটকদের ভিসা দেওয়া শুরু হচ্ছে। তবে ভারতের এই ভিসার মেয়াদ চার মাসের জন্য করা হয়েছে। পর্যটকরা এক ভ্রমণে ৩০ দিন পর্যন্ত ভারতে অবস্থান করতে পারবেন।

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। যদিও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এর আগে এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন।

ওই সময় তিনি বলেন, ‘এখনো করোনার প্রভাব পুরোপুরি শেষ হয়ে যায়নি। তাই আকাশপথে ভ্রমণের জন্য ভিসা দেওয়া হবে। এ প্রক্রিয়া ধীরে ধীরে চালু করা হবে। পর্যায়ক্রমে সড়ক ও রেলপথে ভিসা চালু করা হবে। সব স্বাভাবিক হলে ভ্রমণ আরও সহজ হবে।

আরও পড়ুন : ভ্রমণকারীদের জন্য দীর্ঘ দিন পর সীমান্ত খুলছে যুক্তরাষ্ট্র

এর আগে গত ১৫ অক্টোবর থেকে ভারত সরকার বিদেশিদের জন্য পর্যটন ভিসা চালু করে। তবে পর্যটকদের শুধু চার্টার্ড ফ্লাইটে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। আর যারা নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটে ভারত সফর করতে চান তারা ১৫ নভেম্বর থেকে সুযোগ পাচ্ছেন।

প্রসঙ্গত, কোভিড-১৯ মহামারির পরিপ্রেক্ষিতে ভারতে পুরোপুরিভাবে ট্যুরিস্ট ভিসা স্থগিত ছিল।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ