বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আগামীতে সরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর অর্ধেক পাঠানোর পরিকল্পনা

প্রকাশঃ

আগামী বছর বাংলাদেশ থেকে সৌদিতে হজ করতে যাওয়া মোট হজযাত্রীর ৫০ শতাংশ সরকারি ব্যবস্থাপনায় পাঠানো হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। গত সোমবার সচিবালয়ে চলতি বছরের হজ ব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

চলতি বছর হজে যেতে মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন নিবন্ধন করেছিলেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যান ৬ হাজার ৯২৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায়  হজে যান ১ লাখ ২০ হাজার জন। আগামী বছরও মোট সংখ্যা ঠিক থাকলে তার অর্ধেক সরকারি ব্যবস্থাপনায় হজে যাবে বলে আশা ধর্ম প্রতিমন্ত্রীর। তিনি বলেন, এ বছর হজযাত্রীরা কোনো প্রকার বিড়ম্বনা ছাড়াই ভিসা পেয়েছেন এবং সবাই হজে যেতে সক্ষম হয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন হাজিরা আল্লাহর মেহমান, কোনো হাজিকে যেন এহরাম পরা অবস্থায় রাস্তাঘাটে ঘুরতে না হয়। আলহামদুলিল্লাহ, এ বছর কোনো হাজিকে হজে যেতে না পেরে রাস্তাঘাটে এহরাম পরা অবস্থায় ঘুরতে দেখা যায়নি।

এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ধর্মসচিব মো. আনিছুর রহমান ও এজেন্সির প্রতিনিধিরা।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ