সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আগামী বৃহস্পতিবার গাজীপুরে সাধারণ ছুটি ঘোষণা

প্রকাশঃ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামী বৃহস্পতিবার (২৫ মে) নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব সোনিয়া হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন অর্থাৎ বৃহস্পতিবার (২৫) সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে গাজীপুর সিটিতে ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজমত উল্লাহ খান।

নির্বাচনে মেয়র পদে বিএনপির কোনো প্রার্থী নেই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন।

এদিকে শেষ সময়ে এসে জোরেশোরে ভোটের প্রচার-প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ