মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

আগামী মঙ্গলবার জেদ্দা থেকে বিমানের বিশেষ ফ্লাইট

প্রকাশঃ

আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাসের কারণে ফ্লাইট বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারছেন না অনেক প্রবাসী বাংলাদেশী। তাদের দেশে ফেরার সুবিধার্থে ধারাবাহিক বিশেষ ফ্লাইটের অংশ হিসেবে জেদ্দা থেকে এ ফ্লাইট পরিচালনা করছে বিমান। জেদ্দা থেকে ঢাকায় ইকোনমি আসনে ভাড়া নিচ্ছে দুই হাজার ২০০ রিয়াল। একইসঙ্গে বাংলাদেশ ও সৌদি সরকারের স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের ভ্রমণ করতে হবে। ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) পাওয়া যাবে। করোনার কারণে গত মার্চ থেকে বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রয়েছে সৌদি আরবের সঙ্গে। ফলে গত ছয় মাসে দেশটিতে একাধিক বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে রাষ্ট্রায়ত্ত এ উড়োজাহাজ সংস্থা।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ