সোমবার, ২০শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল

প্রকাশঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি’র পক্ষ থেকে জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের আনুষ্ঠানিক সময়সূচি জানানো হয়েছে। সূচি অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বেন বাংলাদেশের টাইগাররা।

জাতীয় দলের পাশাপাশি একই সময়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ হাইপারফরম্যান্স দল।

আজ বুধবার (১২ আগস্ট) সংবাদমাধ্যমে সফরের সময়সূচি নিশ্চিত করেন বিসিবি’র গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।

এই সফরে তিন ম্যাচের একটি টেস্ট ও তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটি শুরু হবে আগামী ২৪ অক্টোবর থেকে।

টেস্ট সিরিজ শুরু হতে দেরি হলেও এক মাস আগেই লঙ্কায় পাড়ি জমাবে বাংলাদেশ দল। করোনা ঝুঁকি এড়াতে সেখানে গিয়ে কোয়ারেন্টাইন পালন করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিকে, শ্রীলঙ্কা সফরের জন্য শিগগিরই ২৪ সদস্যের এইচপি দল ঘোষণা করবে বিসিবি। শ্রীলঙ্কান এইচপি ইউনিটের সঙ্গে সিরিজ রয়েছে তাদের।

তার আগে জাতীয় দলের অনুশীলনে সহায়তা করাই হবে বাংলাদেশ এইচপি খেলোয়াড়দের মূল কাজ। তারা দেশেও ফিরবে জাতীয় দলের সঙ্গে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ