বুধবার, ৮ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আগামী সপ্তাহে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে

প্রকাশঃ

আগামী সপ্তাহে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। চলতি সপ্তাহে এ ফল প্রকাশ করতে চেয়েছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে কিছু জটিলতার কারণে তা সম্ভব না হওয়ায় আগামী সপ্তাহে ফল প্রকাশের জোর প্রস্তুতি চলছে।

পিএসসি সূত্র জানায়, এ সপ্তাহেই প্রকাশের সব প্রস্তুতি ছিল। হঠাৎ কিছু জটিলতা দেখা দেয়। এ জন্য আগামী সপ্তাহে ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের যে কোনো দিন ৪৩তম লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। ২০২২ সালের ২০ জানুয়ারি প্রিলিমিনারির ফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ প্রার্থী। একই বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষা শুরু করে পিএসসি। ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ কর্মকর্তা নিয়োগের সুপারিশ করা হবে।

এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্য ক্যাডারে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ