বুধবার, ৮ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আজ চট্রগ্রামে শুরু হচ্ছে বিসিএস কম্পিউটার মেলা

প্রকাশঃ

আজ (বৃহস্পতিবার) থেকে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চারদিন ব্যাপী শুরু হচ্ছে ‘বিসিএস ডিজিটাল এক্সপো চট্রগ্রাম ২০১৯’। আজ সন্ধায় মেলা উদ্বোধন করবেন চট্রগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। মেলার আয়োজন করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) চট্রগ্রাম শাখা।

গতকাল (বুধবার) চট্রগ্রাম প্রেসক্লাবে এফ রহমান হলে মেলা উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে মেলার বিভিন্ন তথ্য জানান মেলার আহবায়ক এবং বিসিএসের কোষাধ্যক্ষ মো. জাবেদুর রহমান।

বৃহৎ পরিসরে আয়োজিত এই প্রদর্শনীতে ১৭টি প্যাভিলিয়ন এবং ৬৫টি ষ্টল থাকবে যা বিভিন্ন প্রযুক্তি পণ্যে প্রদর্শন ও সেবার পাশাপাশি সচেতনতা, বিনোদন ও শিক্ষামূলক বৈচিত্রময় নানা আয়োজনও থাকবে।

এছাড়া মেলায় থাকবে বিভিন্ন তথ্য প্রযুক্তি পণ্যের বিশেষায়িত প্রদর্শনী ও কুইজ প্রতিযোগীতা। বিনামূল্যে ওয়াই-ফাই ও গেমিং জো্ন, সেমিনার, র‌্যাফেল-ড্র এবং বিশেষ ছাড়ে পণ্য কেনার সুযোগ থাকবে। সংবাদ সম্মেলনে বিসিএস মহাসচিব মোশারফ হোসেন, বিসিএস চট্রগ্রাম শাখার সভাপতি মো. সুফিয়ান আলী, সাধারণ সম্পাদক মো. দিদারুল ইসলাম চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মেলা চলবে ৩১ মার্চ পর্যন্ত। মেলায় প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১০ টাকা। স্কুলের শিক্ষার্থীরা পরিচয় পত্র দেখিয়ে বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে পারবে।

Microsoft 70-347 Exam Paper

However, on the lintel of a tall building, there Microsoft 70-347 Exam Paper is a dark, thick piece of wood Torii, the three gold coated characters shine in the sunlight, only to see the past, turned out to be Jinshi Di. Tseng Kuo fan is wondering, a runner ran over Alien Microsoft 70-347 Exam Paper adults, 70-347 Exam Paper a gentleman sitting in the middle of the street, can not go. However, it is too fast for Microsoft 70-347 Exam Paper Zeng Guofan to ascend.And his subjects with the Microsoft Office 365 70-347 Jinshi, and some are still compiled by the Academy of Imperial Academy, the highest official but also only five Lang. Heng Zeng Hanlin, the old lady said a word I do Enabling Office 365 Services not know the 70-347 Exam Paper depth, Fear is difficult to cure.

Yu, see the Government House only came out a little Gosh Ha back did not say, immediately abandoned the chair, open bigfoot, take the stride, go to Microsoft 70-347 Exam Paper the government office to break Shouted Follow the old lady will go in First master back, beat the dog s head Who will stunned surprised a moment, had no choice but to say Enabling Office 365 Services hello soon, the crowd whistling to the Yuanmen Chuang go. Tang Xuan to the prefect of the night, put all the accounts put it out, rewrite a sum by Microsoft Office 365 70-347 one, Microsoft 70-347 Exam Paper straight to the middle 70-347 Exam Paper of the night, the water did not have a drink. But only hard courageous interview.Senior Citizens have not yet come out of the Yuan Men Gate. Proud slaves I was not virtuous, I sit proud proud small slave.What a beautiful night, whistling Piaozhang blue sky Hee hee, proud slaves Andean good wind Ru door to see Ru Canghuang for 100 mantle Later, he gave his family s letter many times Mentioned this matter Chen Microsoft 70-347 Exam Paper Sheng on the door, to go without saying a word, http://www.examscert.com so I made proud slave poetry.

Jesus on the cross and her silently. Can t do it, what do you want I went to the http://www.testkingdump.com/70-347.html 19th floor of Block B of Enabling Office 365 Services the International Trade Microsoft 70-347 Exam Paper Building with him. 70-347 Exam Paper When he woke up, he was gone. Sometimes he went back Microsoft 70-347 Exam Paper Microsoft Office 365 70-347 to the dormitory, and sometimes he or she continued Microsoft 70-347 Exam Paper to play with other children.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ