সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আজ থেকে ট্রেনে বাড়ি ফেরার আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু

প্রকাশঃ

আজ বুধবার (২৭ এপ্রিল) ভোর হতে কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনে বাড়ি ফেরার আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু হয়েছে। এদিন ভোর সাড়ে ৬টায় রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেসে’র মাধ্যমে ঈদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও তা শিডিউল বিপর্যয়ে পড়ে। তবে পরের ট্রেন সিলেটগামী ‘পারাবত এক্সপ্রেসে’র মাধ্যমে ৬টা ২০ মিনিটে যাত্রা শুরু হয়।

এবারের ঈদযাত্রায় প্রতিদিন ৫৩ হাজার যাত্রী ট্রেনে যাতায়াত করবেন। এর মধ্যে শুধু আন্তঃনগর ট্রেনে আসন থাকবে প্রায় ২৭ হাজারের বেশি।

এদিকে ঈদযাত্রার প্রথম দিনের প্রথম ট্রেনেই বিলম্বে ক্ষোভ প্রকাশ করেছেন ঘরমুখী মানুষ। তারা বলছেন, শুরুর দিনই এমন দেরি হলে এসব ট্রেন সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারবে না। এতে আপ-ডাউনে শিডিউল বিপর্যয়ে পড়বে। ভোগান্তি বাড়বে যাত্রীদের।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ