শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আজ সূচক বাড়লেও কমেছে লেনদেন

প্রকাশঃ

আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসইতে আজ ৩০০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৪ কোটি ২৯ লাখ টাকা কম। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৩০৫ কোটি ৬ লাখ টাকা।

আজ ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৩৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৯৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫১২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৪৮৭ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ২০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ