শুক্রবার, ১০ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আন্তর্জাতিক বিমান চলাচল দিবস আজ

প্রকাশঃ

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস আজ। ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত এক সিদ্ধান্তে সদস্য দেশগুলোকে প্রতি বছর ৭ ডিসেম্বর আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালনে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। যদিও এর আগে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও) ৭ ডিসেম্বরকে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবসের ঘোষণা দেয়।

১৯৯৪ সালে আইকাওয়ের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর বছর প্রথম দিবসটি পালন করা হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, মুজিব শতবর্ষে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- আলোচনা সভা, ক্রোড়পত্র প্রকাশ, ঢাকাসহ দেশের সব বিমানবন্দরে সচেতনতামূলক ব্যানার টানানো। এ ছাড়া বিমানবন্দরে সেবার মান বিষয়ে বিভিন্ন যাত্রীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্নিষ্টরা জানান।

বেবিচক কর্মকর্তারা জানান, মুজিব শতবর্ষে এ দিবসটি পালনে অন্যান্য বছরের তুলনায় এবার তাৎপর্য গুরুত্বপূর্ণ। এ কারণে অন্যান্য বছরের তুলনায় এবার দিবসটি পালনে ঢাকাসহ দেশের সব বিমানবন্দরে সচেতনতা বৃদ্ধিমূলক ব্যানারসহ নানা রঙে সাজানো হয়।

এ ব্যাপারে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, এবার মুজিব শতবর্ষে পালিত হচ্ছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস। এ উপলক্ষে আলোচনা সভা, ক্রোড়পত্র প্রকাশ, ঢাকাসহ দেশের সব বিমানবন্দরে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ