বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আবারও বাড়ল বাণিজ্য মেলার সময়

প্রকাশঃ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় আরো দুই দিন বাড়ানো হয়েছে। ব্যবসায়ীদের দাবির মুখে মেলার এ সময় বাড়ানো হয়েছে। ফলে আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত মেলায় গিয়ে কেনাকাটা করার সুযোগ পাবেন দর্শনার্থীরা।

গতকাল সোমবার সন্ধ্যায় শেরে বাংলা নগরে বাণিজ্য মেলার সচিবালয়ে বাণিজ্য সচিব জাফর উদ্দীন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, মূলত দুটি শুক্রবার বন্ধ থাকায় ব্যবসায়ীরা আজও মেলার সময় বাড়ানোর দাবি করেছিল। বাণিজ্যমন্ত্রীও এ আশ্বাস দিয়েছিলেন, সেই প্রেক্ষিতেই মেলার সময় আরো দুই দিন বাড়ানো হয়েছে।

এরপর ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে ৩১ জানুয়ারি শুক্রবার এবং ১ ফেব্রুয়ারি শনিবারও মেলা বন্ধ রাখা হয়। এছাড়া ৮, ৯ ও ২২ জানুয়ারি অধাবেলা করে মেলা বন্ধ থাকে। ছুটির দিনগুলোতে মেলা চালাতে না পারায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন দাবি করে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর আবেদন ছিল তাদের।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ