মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আমিশা প্যাটেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

প্রকাশঃ

আইনি বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আমিশার নামে দায়ের করা হলো এফআইআর। স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগ, প্রত্যারণা করেছেন আমিশা!

স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগ অনুযায়ী, মধ্যপ্রদেশের খাণ্ডোয়াতে একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য চার লাখ টাকা নিয়েছিলেন আমিশা। তার সঙ্গে চুক্তি অনুযায়ী, তাকে এই অনুষ্ঠানে এক ঘণ্টা কাটাতে হতো। পারফর্মও করতে হতো। কিন্তু আমিশা মাত্র তিন মিনিট ছিলেন অনুষ্ঠানে।

তবে স্বেচ্ছাসেবীর সংস্থার এই অভিযোগের বিরুদ্ধে টুইটারে আমিশা লেখেন, নভচণ্ডী মহোৎসবে অংশ নিয়ে ছিলাম। এই উৎসবের পরিচালনা এতটাই খারাপ ছিল যে ভিড়ের চাপে আমার প্রাণ যেতে পারত। ধন্যবাদ স্থানীয় পুলিশকে তারা আমায় রক্ষা করেছেন।

তবে আমিশার এই টুইটার মন্তব্যকে ভ্রান্ত বলেই জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা। বলিউডে তেমন একটা দেখা পাওয়া যায় না আমিশা প্যাটেলকে। বিজ্ঞাপন অবশ্য করেন কিছু। তবে ‘গদর’ সিনেমা সিকোয়েলে বহুদিন পর বলিউডের পর্দায় দেখা যাবে তাকে। আমিশার বিপরীতে থাকছেন সানি দেওল। সিনেমাটি মুক্তি পেতে পারে ২০২২ সালের শেষের দিকে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ