সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আশুলিয়ায় গার্মেন্ট শ্রমিকদের আমরণ অনশন

প্রকাশঃ

আশুলিয়ায় স্কাইলাইন গ্রুপের জিআরএসএল গার্মেন্ট কারখানার শ্রমিকরা তাদের চাকরি বহালের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন। রোববার (২৩ আগস্ট) সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে প্রতিষ্ঠানটির ছাঁটাই হওয়া শ্রমিকরা এ অনশন ধর্মঘট শুরু করেন।

ভুক্তভোগীরা জানান, স্কাইলাইন গ্রুপের পলাশবাড়ীর জিআরএসএলে দীর্ঘদিন ধরে চাকরি করছি। ওই কারখানার সুনাম রক্ষা ও আয়ের জন্য আমরা প্রাণপণ চেষ্টা করছি। হঠাৎ এডমিন ম্যানেজার মো. আনিসুর রহমান রানা ও এইচআর কর্মকর্তা গোলাম মোস্তফা তাদের ডেকে নিয়ে মামলার ভয় দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আইডি কার্ড জোর করে নিয়ে যান। তাদের কোনো টাকা পয়সা না দিয়ে কারখানা থেকে বের করে দেন। কোনো দিন কারখানার সামনে পেলে পুলিশে ধরিয়ে দেয়ার ভয় দেখান।

এ সময় উপস্থিত ছিলেন ছাঁটাই হওয়া আয়রন ম্যান মো. জুলহাস, ফাইনাল ম্যান বুলবুলি, কিউআই মোসা. শ্যামলী, মেল্ডিং অপারেটর শিরিন আক্তার, স্পটম্যান মো. মিঠু, আরকিউআই মোসা. রাশিদা বেগম প্রমুখ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ