শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও বসুন্ধরা গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশঃ

আজ (২১ ডিসেম্বর ২০২৩) দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তি অনুসারে বসুন্ধরা গ্রুপের কর্মীরা ইউসিবি থেকে এক্সক্লুসিভ কর্পোরেট এক্সিকিউটিভ প্যাকেজ (পেরোল ব্যাংকিং সলিউশন) উপভোগ করতে পারবেন।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ঢাকায় বসুন্ধরা গ্রুপ কর্পোরেট হেড অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউসিবির দুই উপব্যবস্থাপনা পরিচালক এ টি এম তাহমিদুজ্জামান ও আলমগীর কবির, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিকুর রহমান, এফভিপি ও ন্যাশনাল সেলস বিভাগের প্রধান মোহাম্মদ সাজেদুল হক মৃধা এবং বসুন্ধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এফসিএ, চিফ অপারেটিং অফিসার (ব্যাংকিং) শওকত আবকার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ কামরুল হাসান, বসুন্ধরা গ্রুপের হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন ইমরান বিন ফেরদৌসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ