সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ইউরিন ইনফেকশনে করনীয়

প্রকাশঃ

আজকাল ইউরিন ইনফেকশন একটি পরিচিত সমস্যা। নারীদের এই সমস্যা বেশি দেখা যায় পুরুষের তুলনায়। মানুষের শরীরের দুটি কিডনি, দুটি ইউরেটার, একটি ইউরিনারি ব্লাডার (মূত্রথলি) এবং ইউরেথ্রা (মূত্রনালি) নিয়ে মূত্রতন্ত্র গঠিত। আর এই রেচনন্ত্রের যে কোনও অংশে যদি জীবাণুর সংক্রমণ হয় তাহলে সেটাকে ‘ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন’বলা হয়। ইউরিন ইনফেকশনের কিছু লক্ষণ। যেমন-

প্রস্রাবে দুর্গন্ধ হওয়া, প্রস্রাব রঙিন হয়ে যাওয়, প্রস্রাবে জ্বালাপোড়া বা ব্যথা অনুভূত হওয়া, একটু পর পর প্রস্রাবের বেগ অনুভব হওয়া, ঠিক মতো প্রস্রাব হওয়া, তলপেটে তীব্র ব্যথা হওয়া, বমি বমি ভাব বা বমি হওয় এবং সারাক্ষণ জ্বর জ্বর ভাব বা কাঁপুনি দিয়ে জ্বর আসা।

ইহা এমন একটি এমনই এক সমস্যা যা একবার হলে বারবার হওয়ার আশঙ্কা থাকে। ঘন ঘন ইউরিনে ইনফেকশনের ওষুধ না খেয়ে কিছু প্রতিকারের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যেতে পারে।

যেমন-

# প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া: এটি মুত্রথলি ভাল রাখে এবং প্রস্রাবের সময় জ্বালা ভাব কমাতে সহায্য করে। ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতেও সহায়তা করে ভিটামিন সি।অনেক চিকিৎসকই রোগীদের পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি খাওয়ার পরামর্শ দেন

# প্রচুর পরিমাণে পানি পান করা: দিনে অন্তত তিন লিটার পানি পান করা উচিত। প্রসাবে হলুদ ভাব দেখা দিলে তা দূর হয়ে যায়।

 # আনারস খাওয়া: ইউরিন ইনফেকশন হলে প্রতিদিন অন্তত এক কাপ আনারসের রস খান। আনারসে ব্রোমেলাইন নামক উপকারী এনজাইম থাকে। গবেষণায় দেখা গেছে, ইউরিন ইনফেকশনে আক্রান্ত রোগীদের সাধারণত ব্রোমেলাইন সমৃদ্ধ অ্যান্টিবায়োটিক দেওয়া হয়।

# আধা চামচ বেকিং সোডা এক গ্লাস পানিতে ভাল করে মিশিয়ে দিনে একবার করে খেলে প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথা ভাব অনেকটাই কমে যাবে।

ইউরিন ইনফেকশন হলে দুই থেকে তিন দিনের মধ্যে সংক্রমণ কিডনিতে ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকেই যায়। তাই যত দ্রুত সম্ভব এটি নিরাময় করা উচিত।

Cisco 300-208 Exam Sample : Implementing Cisco Secure Access Solutions

Maybe it was sitting CCNP Security 300-208 for too long. Liquid, it was because of her calm patience that she did not die, and waited for the arrival of the second lost. We then sat for another 5 minutes. I intend to capture the criminals and then pass them to 300-208 Exam Sample the Auckland Police Department website. Xiao Wei Implementing Cisco Secure Access Solutions said that the Cisco 300-208 Exam Sample meal is ready, I am leaving. Nail polish, this hand is erected like Cisco 300-208 Exam Sample a stand alone Cisco 300-208 Exam Sample prop Cisco 300-208 Exam Sample in a Cisco 300-208 Exam Sample pale light, and Tong Yang s heart trembles, and the elevator door slams open again.

My mother s mother, my wife. Understood. The result can be imagined The heavy rain has turned into a heavy rain, CCNP Security 300-208 and the potatoes under 300-208 Exam Sample the door Cisco 300-208 Exam Sample houses are more obedient than the old five. Until the Cisco 300-208 Exam Sample Ming Dynasty, Cisco 300-208 Exam Sample the weapons began to diversify. Cisco 300-208 Exam Sample For too Implementing Cisco Secure Access Solutions many years, no one dared to 300-208 Exam Sample take the initiative to start Zhao Hongbing.

Cisco 300-208 Exam Sample Maybe this is why you have CCNP Security 300-208 cancer Cancer does not Implementing Cisco Secure Access Solutions appear when you are overwhelmed, and accompanying you 300-208 Exam Sample in the darkness Then there will be your dying words and the earth shaking changes in Cisco 300-208 Exam Sample our village. They don t depend on the sky, they rely on their own hands. White stone smashed You are a general 300-208 Exam Sample nephew, but you Cisco 300-208 Exam Sample can Cisco 300-208 Exam Sample t guess which specific nephew you are.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ