সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এক্সিম ব্যাংকের সাথে হজ এজেন্সির স্বত্বাধিকারীবৃন্দের মত বিনিময় সভা

প্রকাশঃ

এক্সিম ব্যাংকের সাথে বিভিন্ন হজ এজেন্সির স্বত্বাধিকারীবৃন্দের এক মত বিনিময় সভা আজ (নভেম্বর ০৫, ২০২৪) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এস এম রেজাউল করিম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ূন কবীর, উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম, মোঃ মইদুল ইসলাম, শরী‘আহ্ সেক্রেটারিয়েট এর প্রধান মোহাম্মদ জুলকার নাইন এবং বিভিন্ন হজ এজেন্সির স্বত্ত্বাধিকারীবৃন্দ।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন এক্সিম ব্যাংক শরীয়াভিত্তিক ইসলামী ব্যাংক। প্রতিবছর অসংখ্য হজযাত্রী এক্সিম ব্যাংকের মাধ্যমে হজের নিবন্ধন ও আর্থিক কার্যক্রম সম্পন্ন করেন। এক্সিম ব্যাংক হজযাত্রীদের সর্বত্তম সেবা প্রদানে বদ্ধ পরিকর। এ সময় বিভিন্ন হজ এজেন্সির স্বত্বাধিকারীবৃন্দও বক্তব্য রাখেন। তারা হজযাত্রীদের প্রতি এক্সিম ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করেন এবং এক্সিম ব্যাংকের মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক হজযাত্রী নিবন্ধনে সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ